এ্যাডভোকেট ম্যাম
- ফাইয়াজ ইসলাম ফাহিম

এ্যাডভোকেট ম্যাম
করছি তোমাস মিস্
মন চায় তোমার লাল
ঠোঁটে শত করি কিস্।
.
এ্যাডভোকেট ম্যাম
তোমার জন্য মনে ঝড়,
আমি তোমায় আপন ভাবি
তুমি ভাবো পর।
.
এ্যাডভোকেট ম্যাম
মনে কি আছে আমার কথা,
তোমায় ভালবাসি তাই
ছোট্টলোক বলে দিয়েছো ব্যথা।
.
এ্যাডভোকেট ম্যাম
আমি ভালবাসার রাজা,
গরীব নই
ভালবাসা দিয়ে ছোট্ট মনের মানুষ কে দেই সাজা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।