প্রশংসা
- লুৎফা বিনতে ইসমাইল

হে চির মহান খোদা,তব গুণগান সাধ্য আছে কার করিতে বয়ান? সৃজিলে মানব তুমি নিজ মহিমায়, করিলে সবার সেরা আপন কৃপায়। আরাধনা করি প্রভু তোমারি গুণগাই, তুমি এক লা শরীক তোমার শরীক নাই। চালাও সে পথে যে পথে তোমার, পেয়েছেন প্রিয়জন করুনার দ্বার। যে পথে চললে প্রভূ হবে নারাজ, চালিওনা সে পথে হে রাজাধিরাজ। গোমরাহির জাল ফেলে বিতাড়িত শয়তান, বসে আছে ওৎ পেতে লুঠিতে ইমান। বাচাও মোদের তুমি করি এই মিনতি, ভক্তি জানিনা তবু করছি আরতি কবুল করো হে মহীয়ান।।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 5টি মন্তব্য এসেছে।

২০-১২-২০১৮ ১৩:১১ মিঃ

সত্যের অনুসন্ধানে কলম চলুক অবিরাম।

২৯-১১-২০১৮ ০২:৩৩ মিঃ

আমি দুঃখি, হয়তো আমার উত্তর দেয়া উচিত হয় নি,
ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কবি আপু

২৬-১১-২০১৮ ২৩:৩৬ মিঃ

K apni?#biday bela

২০-১১-২০১৮ ০৩:৩৩ মিঃ

ইমরান মাহমুদ ভাই আমি অত্যন্ত দুঃখিত
উত্তর টা আমি দিচ্ছি বলে।
নাহ এটা সুরা ফাতিহার অনুভাদ না।
এটা এক বান্দা তার স্রষ্টার গুণগান বয়ান করছে

১৬-১১-২০১৮ ২৩:৪১ মিঃ

এটা কি সূরা ফাতিহার অনুবাদ?