ভালোবাসি
- ফয়েজ উল্লাহ রবি
ভয় দেখাচ্ছো হৃদয় ভাঙ্গার শুধুই মিছে-মিছে,
প্রেম যে আমার ‘দুই হৃদয়ের সমান বড়’
ভয় আমার কিসে।
সব হারানোর পিছু টানে মন কভু না কাঁদে,
শূন্যের মাঝে ভালোবাসার ঘর যে আমার
মনের সুখে বাঁধে।
আমার যে প্রেম দেখছ তুমি;
সে তো অতি সামান্য,
চাঁদের মতো মুখটি তোমার রূপে অনন্য।
ফুলের মতো হাসি
তাইতো তোমায় এত্তো ভালোবাসি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।