মনীষা তোমায় ভালবাসি
- ফাইয়াজ ইসলাম ফাহিম

মনীষা তোমায় ভালবাসি
করবে কি আমায় আদর,
তোমার জন্য মনটা আমার
হয়ে আছে কাতর।
.
মনীষা তোমায় নিয়ে
গড়তে চাই ছোট্ট সংসার,
মনীষা তুমি কি
হবে চিরজীবনের সঙ্গী আমার?
.
মনীষা তোমাকে পাবার
আমার খুব আশা,
তোমাকে দিতে চাই
বুক ভরা ভালোবাসা.....


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।