তোমার চন্দ্রানন মুখ
- ফাইয়াজ ইসলাম ফাহিম
তোমার চন্দ্রানন মুখ
দেখে পাই সুখ।
তোমার চন্দ্রানন মুখ
দেখতে চাই জীবনভর,
তোমায় নিয়ে
গড়তে চাই ভালবাসার ঘর।
.
তোমার চন্দ্রানন মুখে
আমার সুখ আছে লুকে,
তোমার চন্দ্রানন মুখ
ঘুচায় মম মনের দুঃখ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।