বড়লোক
- ফাইয়াজ ইসলাম ফাহিম

মনটা বড় করো দানশীল হও
হবে বড়লোক,
গাড়ি-বাড়ি,অট্টালিকা গড়ে
কৃপণ মনের সঙ্গী হয়ে
নিজেকে মনে করো না বড়লোক।
.
গাড়ি,বাড়ি,অট্টালিকা থাকলে
হবে কি বড়লোক?
তোমার মনটা নয় বড়
তুমি তো শ্রেষ্ঠ শোষক।
.
গাড়ি-বাড়ি,অট্টালিকা আছে বলেই
নিজেকে ভাবো হামবড়া,
আসলে তুমি বড়লোক নও
তোমার যে মন মরা.....


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।