বিবাহ করব না
- ফাইয়াজ ইসলাম ফাহিম
বিবাহ করব না
তবুও বিবাহের জন্য
মাতা দিচ্ছে আমায় চাপ
বিবাহ করলে
সংগঠন বিএলও'র কি হবে?
চিন্তায় মস্তিষ্ক থেকে
বের হচ্ছে গরম ভাব।
বিবাহ করলে
বিএলও সংগঠনের ধরবে কে হাল,
আমি না থাকলে
সংগঠনে যে শুরু হবে গোলমাল।
বিবাহ করলে
পরিবারের কাজে হবো ব্যস্ত,
সংগঠনের
সভাপতির মহান দায়িত্ব
কার হাতে করব ন্যস্ত।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।