বন্দি মন
- ফাইয়াজ ইসলাম ফাহিম
জানিস আরেফিন মিম
আসলে কেমন জানি উন্মাদ হয়ে গেছি,
সারাদিন ভালবাসার পিছে ছুটছি
অথচ আমার ভালবাসার মত কোন জন নেই।
সব কিছু আর আগের মতো নেই
মনটা যেন বন্দি হয়ে আছে কোথাও,
কাউকে নিয়ে ভাবতে চাইলে
আর ভাবতে পারি না।
আমার ভালবাসার স্নায়ু যেন মৃত হয়ে গেছে
কবে জানি আমিও মৃত হয়ে যাই....
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।