মুক্তি
- ফয়েজ উল্লাহ রবি
আমি তো আমার কথাই বলতে ছেয়েছি
তবু অদৃশ্য বাধার কাছে বার-বার হেরেছি!
একটু এগিয়ে সোজা হয়ে দাঁড়াতে ছেয়েছি
ওরা আমার মুখের ভাষা কেঁড়েছে
বলো তো আসলে ওরা কী পেয়েছে?
আমি জিতে গেছি প্রেমের যুদ্ধের
হারিয়ে সব অপশক্তি
এখানেই আমার আসল মুক্তি!
#মুক্তি
০১/০১/২০১৯
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।