অযোগ্য প্রেমের পরিনতি!
- আবু নাছের জুয়েল

যখন নষ্ট হয়েছিলাম,
ভেবেছিলাম তোমাৱ জন্য হয়তো!
আর যখন নষ্ট হয়ে গেছি,
তখন মনে হচ্চে
জীবনই চেয়েছে হয়তো?
এখন মনে হয় তুমিই ঠিক,
আমিই যগ্যনই,তখনো ছিলামনা
আজো হতে পারিনি৷
তবু কখনো যদি ,
মনের ভুলে অগচরে,
একটু করে মনে পড়ে ,
তবে ক্ষমা করে দিও৷
অযোগ্য এ প্রেমিকের ;
ভালোবাসা নিও,ক্ষমা করে দিও৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১০-০২-২০১৫ ১৭:০৭ মিঃ

valo valo @@@@@