কবিতা "প্রেমলয়"
- সৌরভ হালদার

কবিতার নাম
প্রেমলয়
,,,,,এসকেএইচ সৌরভ হালদার

কোথাই লাগি তোমার প্রেমলয়
তাহাতে আমি বুঝি নাই
দিশে হারা এই প্রেমো মন।

শুধু তোমাকে চাই,
কেন তুমি বুঝ নাই
উদাসিত এ আমার ভালোবাসা
তোমাকে ছাড়া এই জীবন বৃথা।

প্রতিটি মুহুর্ত আছে
আমারাই মাঝে,
তোমাকে ছাড়া যে
কাটে না সময়রে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।