পল্লী কবি
- মনোহর মিলন // MONOHAR MILON - মেঘের আড়ালে চাঁদ
হৃদয়কে করে আলোড়িত
মনকে দোলা দেয় গীতি যার
অজস্র প্রাণে স্পন্দনে অমর
পল্লী জীবনের সাতত্য রুপকার
দখল করিয়া প্রেম কাব্য রসে,
কুড়িয়া কাঞ্চন খ্যাতি যশে ।
পল্লীর স্বপ্নজয়ে বাংলার প্রান্তরে ।
উড়িয়া ছিল ডিংঙি নায়ের পাল
সোজন বাদিয়ার ঘাঠে,
শুয়ে ছিলো রাখাল বেশে
নকঁশী কাথার এক মাঠে ,
সাজিয়ে ছিলো রুপকার
হদদে পাখিে ডানায়,
বাঁজিয়ে ছিলো এ পয়সার বাঁশি
ঠাকুর বাড়ির আঙ্গিনায় ।
আজ ছায়া ঘেরা বনের পাশে
সে ফুল সয্যায় অমলিন,
বাংলার জয়োৎসবে নিমন্ত্রন
মরমি কবি “জসীম উদ্দিন”
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।