কে সে
- প্রবীর রায়
সে পথে - পথে ঘুরছে,পরণে ছিন্ন বস্ত্র
কখবো পথের এককোণে পড়ে থাকে
কখনো বা মানুষ তাড়া করে,কে সে ?
তাকে কি কেউ চেনো ? জানো ?
আমার মনে হয় - না,
কারণ সে সেলিব্রিটি নয় !
তাই কেউ চেনার কৌতূহল করোনি !
তাকে ঠাণ্ডাও লাগেনা আবার গরম ও লাগেনা
দুঃসময়েও তার কোনো পরিবর্তন দেখিনা
তাকে খেতেও দেখিনা,কথা বলতেও শুনিনা
সব সময় দেখি হাসি-খুশিতে দিন কাটাই
তার শরীরে বিরক্ত নেই,অলসতা নেই
রক্ত আছে তবু প্রাণ নেই,তবে কি সে জড়।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।