এটাই হচ্ছে প্রেম
- ফাইয়াজ ইসলাম ফাহিম
প্রেমে পরকীয়া বলে কিছু নেই
প্রেমে কোন বয়স নেই
প্রেমে কোন বন্ধন নেই
প্রেমে কোন ছোট -বড় নেই
প্রেমে কোন সামাজিকতা নেই
প্রেমে কোন ধর্ম নেই
প্রেমে কোন বিবাহ নেই
প্রেমে কোন গরীব- ধনী নেই
প্রেম মানে প্রেম
মিষ্টি চুম্বনে
একে অপরের কাছে এসে
আদর -সোহাগ বিনিময় করে একে অপর কে দিতে হয় গেম
এটাই হচ্ছে প্রেম.....
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।