পাঁচফোড়ন-দশ
- ফয়েজ উল্লাহ রবি
এই গরমে অতিষ্ঠ লোক করছে হা-হুতাশ
একটু শীতল লাগে মনে বহে যখন বাতাস।
হাসি ফুটুক সব হৃদয়ে ভুলে সব ব্যবধান
যুদ্ধ চাইনা শান্তি চাই হউক যুদ্ধের অবসান।
বৃষ্টি তুমি দৃষ্টি দিলে মেঘ গেল হারিয়ে,
বাতাস তুমি হাওয়া দিলে ঝড় এলো তেড়ে।
গরমের কারণে কাব্য এলো স্মরণে,
করে কবি তার করম ভুলে যাক সব শরম।
মেঘ বৃষ্টি হয়ে কেঁদে মরে পাহাড় ঝর্ণা হয়ে,
বরফ গলে অগ্নি তাপে মিশে জল হয়ে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।