পাঁচফোড়ন-বারো
- ফয়েজ উল্লাহ রবি

মরে গেলে পচে যাবে হয়ে যাবে মাটি,
হুঁশ আসার আগেই ডাক আসবে, এই খাঁটি।

দুঃখ যাদের জীবন গড়া আর দুঃখ দেবে কতো
সকাল বিকাল নিত্য সঙ্গী দুঃখ তাদের শত শত।

জ্বলছেন যারা তারা শুধু মুখ বাজারের কবি
দেখেনিতো কাশেম কাকুর পাঠকের মুখছবি।

গ্রামের আদা ব্যাপারী জেলে কিংবা কুমার,
কাশের কাকুর বই-ই ছিল হাতে-হাতে সবার।

নিজেই কেনে-বেচে বই বিক্রি হয় দশখান,
তিনিই আবার প্রশ্ন তোলেন কাশেম আবার কিসের লেখক।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।