পাঁচফোড়ন-পনের
- ফয়েজ উল্লাহ রবি
জানি অনেক দূরেই সেই আলোর ঠিকানা
যেতে চায় মন, থাকে অদৃশ এক মানা।
করলে প্রশ্ন যায় গো পাওয়া পাবে জবাব
বিনা কারণ প্রশ্ন করা কারো স্বাভাব।
চলে যেতে হবেই নিয়ম; ভবে থাকবে না কেউ,
ভুলে যাবে সময় স্রোতে হারিয়ে যাবে সেও।
রোজ দুই-তিনটা স্ট্যাটাস দেয় কারণ-অকারণ
করেনা যাচাই ভালো-মন্দ, শোনেনা বারণ।
কতো দিন দেখিনা তোমায় আসেনা কোনো খবর,
নির্ঘুম কাটে রজনী আমার --- অপেক্ষারই প্রহর।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।