পাঁচফোড়ন-আঠারো
- ফয়েজ উল্লাহ রবি

সদায় পাশা-পাশি বসত ভালো-মন্দের
অসহায় মানুষের মনে- আভাস ধন্ধের।

কাছা-কাছি আবার অনেক দূর
এক বাঁশিতেই ভালো মন্দের সুর।

দূরত্বটা নয় তো বেশি, খুবই কাছা-কাছি
আড়ালে হাসে সুখ; ভালো-মন্দের কানামাছি।

সভ্যতা আর মানবাধিকার আজ কোন পথে-
প্রায় সব দেশ-জাতী চলছে দেখো যুদ্ধ রথে।

যখন ভালো মানুষ গুলো সবাই এক হবে
পৃথিবীটা স্বর্গ হতে বাকী না র’বে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।