পাঁচফোড়ন-একুশ
- ফয়েজ উল্লাহ রবি

এক আকাশ নীচে তুমি-আমি কাটছে জীবন পাশা-পাশি
এতোটা কাছা-কাছি তবু হয়নি বলা ভালোবাসি ।

আমার মনের ঘরে সিক কেটে সে করলো আমার মন চুরি
দিবা-নিশি তারেই ভাবি তাঁর খুঁজেই পথে-পথে ঘুরি ।

পথের পরে রেখে গেলো শূন্যতায় মন গেলো ঘিরে
এই আসছি বলে সেই যে গেলো এলোনা আর ফিরে ।

দিনের শুরু ভোরের আলো রাতের শুরু আঁধার কালো,
জোনাক তারা জ্বলে মিটি-মিটি তোমায় বাসি ভালো ।

কাছে এসে দূরে ঠেলে করলে আমায় আহত
ভুলে গিয়ে পর করেছো যতো কথা বিগত !


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।