পাঁচফোড়ন-চব্বিশ
- ফয়েজ উল্লাহ রবি

মনটা সহজ-সরল যেনো গানের পাখির মতো
গেয়ে যাই ছন্দ করে কাব্য নয়; তবু শতো।

সত্য যতো বলি শতো - ভাবি না এতোশতো
সুন্দর আর কালোর মাঝে করিনা তো তফাৎ সেতো।

আমি তোমার মন খারাপের চাইনা হতে কোনো কারণ,
যেমন আছি ভালোই হাসি মুখে দুঃখ করি বরণ !

মাঠ জুড়ে পাকা ধান এসে গেছে হেমন্ত,
চারিদিকে কৃষক ব্যস্ত লাগছে কেমন তো ?

খাওয়া-দাওয়া ছেড়ে দিয়ে লক্ষ্য ছিলো একটা
করবে সবাই মিলে স্বাধীন প্রাণের প্রিয় দেশটা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।