লুটছে স্বাধীনতা
- ফয়েজ উল্লাহ রবি
এই আমার দেশে এই ঠিকানা তাঁরে চেয়ে যাবো না,
যতোই আঘাত দাওনা তুমি দেশটা তবু ছাড়বো না।
এই দেশ আমার তিরিশ লাখো প্রাণের দামে পাওয়া,
তোমার যতো অধিকার ঠিক তেমন আমারও চাওয়া।
যদি তুমি স্বাধীন থাকতে পারো আমি কেনো নয়
ফুলে-ফলে সাজবে তুমি আমার শুধুই ক্ষয় !
সব পাওয়াতেই সামনে তুমি আমি শুধুই পিছে
তেলমারাতেই পটু তুমি নয় তো তা মিছে ?
এমন করে আর কতো দিন লুটবে স্বাধীনতা
তোমার বাপের একা জমিন; দেখাবে ক্ষমতা ।
এপ্রিল ২০১৯
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।