তাকেই যেনো পাই
- ফয়েজ উল্লাহ রবি
মনে জমা কথা গুলো কাব্য হয়ে আসে,
দূরে বসে প্রিয়তমা মানি ভালোবাসে !
ভাবনা আমার তাকে ঘিরেই দিবা-নিশি তাই,
শতো বাধায় তবু তাকে আমি শুধু চাই !
তার কাননে গোলাপ হতে আমার বাধা নাই,
সারা জীবন এমন করেই কাছে যেনো পাই !
দেখতে লাগে সুন্দর তারে মনো বলে তাই,
এই জীবনে সব জীবনে তাকেই শুধু চাই !
দেখতে তারে একটি নজর আমি লাইনে দাঁড়াই,
মন জুড়িয়ে প্রাণটা জুড়ে তাকেই যেনো পাই !
২৫/০২/২০১৯
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।