প্রেমের কাব্য
- ফয়েজ উল্লাহ রবি

কালো আমি বাসি ভালো আঁধার আলো জ্বেলে,
দুঃখের মাঝে সুখের হাসি প্রেমের দুয়ার মেলে।

অমর হয়না যে প্রেম শুধু মিলনে,
বিচ্ছেদে থাকে প্রেম বেঁচে বিরহে !

সুন্দরেরই পূজা করে বিশ্ব জগতময়,
হারে না প্রেম কোনো দিনই হয়না তো তার ক্ষয়।
কালো যেটা দেখতে মন্দ বাসে না কেউ ভালো,
দূর করে দেয় তারে সবাই শুধু বলেই কালো !

০৬/০৩/২০১৯


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।