হয়নি লেখা পদ্য
- ফয়েজ উল্লাহ রবি

লিখতে গিয়ে অনেক কিছুই লিখতে আমি চাই
আবেগ সেথায় রুখে দাঁড়ায় কোথায় যে পালাই ।
নামে শুধুই মিলে গেলে হয় না যাওয়া কবি
তুলি হাতে ধরতে পারলেই যায় আঁকা ছবি ।
আজো আমি ভাবি বসে পারিনা ক্যান লিখতে
বাকী আছে অনেক বেশি- আরো হবে শিখতে ।
তবু মিছেই গর্ব করি বললে কেউ কবি
হয়নি আজো লিখা একটা পদ্য এই রবি'র ।

০৮ মে ২০১৯


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।