***কর্ম ***
- পরিমল বর্মণ | Parimal Barman ২৯-০৩-২০২৪

**r*কর্ম ***
     পরিমল বর্মন

কর্ম আনে সফলতা
কর্মে অনেক শান্তি |
কর্ম আনে প্রশান্তি
আর কর্মতেই তৃপ্তি ||

কর্ম ঘোচাবে দৈনদশা
কর্ম হয় ঐতিহ্য সমান |
করলে কর্ম একাগ্র চিত্তে
সফলতা হবে খ্যাতিমান ||

প্রতিজ্ঞা আজ করি তবে
নিজ কর্তব্য করি সম্পাদন |
দায়িত্বের সহিত জীবন ধরে
অলসতা আজ দিয়ে বিসর্জন ||

তম জীবনের সমস্ত কর্ম
এমন ভাবে করো সম্পন্ন |
পর্দা পড়লেও বাজবে তালি
তবেই তুমি হবে জয়ী ||

কর্মের নেই ছোট বড়
গুরুত্বে পূর্ণ সর্ব কর্ম |
কর্ম ঘুচাবে ব্যার্থ গ্লানি
তাই করে যাও কর্মগুলি ||

কর্মের নেই কোনো বিকল্প
সবার উপরে কর্ম শ্রেষ্ঠ |
কর্মই হলো আসল সত্য
বাকি সব মিথ্যা মনে হয় ||

             21-04-2019(রবিবার)

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।