বহুরূপী
- ফয়েজ উল্লাহ রবি ২৬-০৪-২০২৪

দেখতে সবই লাগছে ভালো ভেতরে তার কালো
অন্তরে তার অসীম আঁধার চোখে-মুখে আলো ।
মুখের কথা আর মনের কথায় অনেক ব্যবধান
চল-চাতুরী করে বেড়ায় থাকেনা পিছুটান ।
মানুষ রুপী পশু ওরা দেখতে অতি সুন্দর
চেহারা যেমনই হউক অভ্যাস যেমন বান্দর । (বানর)

১১ জুন ২০১৯

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।