অভাগিনী
- ওয়াসিমুল বারী অন্তর - অভাগিনী ১৪-০৯-২০২৪উদভ্রান্ত সেই দৃষ্টিতে তোমার হাজারো ছিল ভুল। তাহা দেখিয়ায় ভাবিয়া ছিলাম বাগানে ফুটিল ফুল। ফুল ফুটেনিকো বাগানে সেদিন , ফুটেছিল তীক্ষ্ণ কাঁটা। কোন নদীতে উঠিয়ে ছিল সেদিন , অজস্র জোয়ার ভাঁটা। তুমি ডুবে ছিলে সেই বারীতে সেদিন , আমি ভাসিয়া ছিলাম তীরে। সব ভুল ভাবিয়াছিলে , মোরে সেদিন ঘিরে তাহার পরে ও ক্ষমা করিয়াছিলাম সব অপরাধ ভুলে। ইচ্ছে হলেও ভুল ভাঙ্গেনি আভাগীর অতলে। -------------
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।