তিলোত্তমা ঢাকা
- ফয়েজ উল্লাহ রবি

তিলোত্তমা ঢাকা শহর এখন মশার বহর
বদলে গিয়ে মৃত্যুপুরী চোখে অশ্রু নহর !

বর্ষা হলেই পানি জমে জন্মে এডিস মশা
আগুন-ফাগুন মারছে যে রোজ বেহাল জীবন দশা ।

উন্নয়নের কথার বুলি ছড়ায় নগর পিতা
সব দলেই চোরের খনি তলে-তলে মিতা ।

ঢাকার শহর চলছে চাকায় মৃত্যুপুরী রূপে
গন্ধ ছড়ায় যায় না বাঁচা সামান্য ঐ ধূপে ।

তোমার পাশে হচ্ছে যে যা সব কিছু নয় গুজব,
সত্য বলেই দেখছি অনেক সব গুলোই গজব !

১৯ শ্রাবণ ১৪২৬, ০৩ আগস্ট ২০১৯


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।