প্রেমের নাম অবুঝ
- ফয়েজ উল্লাহ রবি

সব জীবনের এক কাহিনী এই তো প্রেমপ্রীতি
দুঃখ বেদনা বিরহ সুখ ভালোবাসা সম্প্রীতি।

সেতো কিশোর কালের মিষ্টি প্রেমের কথা
অনেক দিনের জমানো প্রেম খাচ্ছে মাথা ।

ভালোবাসার হয় না হার যদিও প্রেম হারে
যায় না ভুলা প্রেমের কথা যদিও কেউ মারে।
শত আঘাত লাগে মধুর লাগেনা গায়ে ব্যথা
মনের আগুন মনেই জ্বলে বলেনা এই কথা।
তবুও মনে প্রেমের সুখে পদ্ম ফুটে রোজ
মনে রাখে কেউ ভুলে যায় রাখেনা কোন খোঁজ ।

প্রেমের অপর নাম অবুঝ ।

০২ নভেম্বর ২০১৭


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।