ভালোবাসার রং
- ফয়েজ উল্লাহ রবি

ভালোবাসার রং সেতো যায় না দেখা খালি চোখে
না লাগলে মনে রং শাদা-কালো রঙ্গীন লাগে মজলে প্রেমেরজন
দিন কে লাগে রাতের মতো রাত কে দিন
ভাবে না অতো কিছু এক নেয় প্রেমের পিছু
প্রেম সাগরে ডুব দিয়ে সে মুক্ত খুঁজে
ফিরলে খালি শূন্য গালি হারালে প্রেম তখন বুঝে
না পেলে তার স্বাদ খুঁজে।

২৩ ডিসেম্বর ২০১৭


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।