যখন
- ফয়েজ উল্লাহ রবি
যখন আমি ছোট ছিলাম বুঝিনা তো প্রেম মানে কি
প্রেমের বয়স তখনি দূরে ভালোবাসার মানুষ কি ?
ফাগুন হাওয়া বয়ে চলে ছড়ায় ফুলের গন্ধ
প্রেমহীনা মন গুহার মাঝে বন্দি যেনো অন্ধ !
সে যেমনই হউনা তবু তাকেই আমি চাই
যেভাবে হউক যেমন করেই কাছে যেনো পাই ।
যদি রে তোর প্রেমের মাঝেই ধোঁকা থাকে
হারবি রে তুই জীবন বাঁকে ।
এপ্রিল ২০১৯
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।