কবিতার সুর
- অর্বাচীন পথিক ০৯-০৫-২০২৪

কবিতার সুর, পাহাড়ি গান এই সব কিছুই নিয়েই আমি
কবিতার সুরের আগমনী র্বাতা এসেছিল,
জীবনের সেই শুরুতে
আর শেষ হয়েছে কিছু কাল আগে ।

পাহাড়ি ফুল কে নীল আভায় জাগ্রত লাগে
আর আমাকে লাগে কৃষ্ণ পরীর মত
তুমি সেটা বলতে……

মাতাল কবিতা, অবুঝ সুর ভালবাসি আমি
আর তুমি কি ভালবাসো,
আজ ও জানা হয়নি আমার ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।