বাবা
- ওয়াসিমুল বারী অন্তর - আল্লাহ যাদের গান
হাজারো স্মৃতি হাজারো কথা গেথে থাকে হৃদয়ের গহিনে অন্যসারে নীরবে আমি ভাবি হীনমনের প্রাণবনে তোমার নীরবকুন্ঠিত ভাঙাস্বরের বিরক্তিকর বচনগুলো আজই বুঝেছি আমি হৃদয়ে মোর এগুলোই ছিল সবচেয়ে ভালো শত বাধা আর শত গালি দিয়েছো তুমি মোরে আজ অশালিন সেই কথা গুলোই অন্তরে উঠে নড়ে তার পরেও প্রভু তোমাই রাখুক সর্বভালো অন্ধকারের জীবনে তুমি এনে দিয়েছো আলো
---------
উৎসর্গ : পিতা শেখ আব্দুল মজিদ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।