অসম্পাদিত ভালোবাসা
- জুবায়েদ ইবনে সাঈদ
বিশাল পৃথিবীর ঘন বাক্যবনে,
তোমায় আজো খুজে ফিরি আনমনে,
আমি আজ পথের পথিক তোমারি সন্ধ্যানে!!
জানি তোমায় পাবো না কবু বৃথা মোর চেষ্টা-
এভাবেই কোনো একদিন পূথিবী ছেড়ে বিদায় নিবো।
হাওয়াই মিলিয়ে যাবে শেষ নিশ্বাসটা।
সেদিনও কি বলবে তুমি বয়সটা আমার কম ছিলো ?
হ্যাঁ হতে পারে তোমার চেয়ে বয়সটা ছিলো আমার কম-
তবে বিশ্বাস করো,
ভালোবাসাটা যতটুকু থাকার ততটুকুই ছিলো একদম!!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।