ভালোবাসা আছে বলেই
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন - আল মামুন

ভালোবাসা আছে বলেই
=======
মোঃ আব্দুল্লাহ আল মামুন
=============


ভালোবাসা মিশে আছে সমুদ্র সঙ্গমে।
ভালোবাসা আমাদের অন্তর ছুঁয়ে,।
পৃথিবীর সব রঙ ভুলে গেছে।


ভালোবাসা জানেনা কোন নিয়ম।
সময়ের ঘড়ি দেখে না সে,
ভালোবাসা জেগে থাকে বুকের বাম পাঁজরে।


ভাবনার অন্তরালে জেগে থাকে ভালোবাসা।
ভালোবাসা ভুলে গেছে সব ঘৃণা।


ভালোবাসা আছে বলেই,
রোজ এভাবেই কেটে যায় সন্ধ্যা।
আর রাত্রি নামে সুখের ছোঁয়া দিতে।


ভালোবাসা আছে বলেই।
এখনো সূর্যাস্ত দেখি দুজনে।
হাতে হাত রেখে,
হেটে যাই এই সমুদ্র সৈকতে।


ভালোবাসা আছে বলেই।
এই সন্ধ্যা এতো মধুর।
আমাদের স্পর্শে তাই স্বর্গের স্পর্শ জাগে।



ভালোবাসা আছে বলেই।
আজো কবি জাগে,
কবিতা লিখে মনের আবেগে।

আমিও পাঠক হয়েছি।
কবিতার প্রেমে দেওয়ানা হয়েছি।
কবির প্রেম অন্তরে জেগে আছে মোর।
কবিতা তাই অন্তরে জাগিয়েছে আশা।
কবিতা শিখিয়েছে ভালোবাসা।


ভালোবাসা আছে বলেই।
আজো তুমি মানুষের বুকে প্রেম খুঁজে নাও।
খুঁজে নাও নিজেকে,।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 3টি মন্তব্য এসেছে।

১৭-১০-২০১৯ ০৮:৩২ মিঃ

ভালোবাসা আছে বলেই

১২-১০-২০১৯ ১৪:১৪ মিঃ

আমার ফেসবুক লিংক।।


https://www.facebook.com/mamun569656/

১১-১০-২০১৯ ২৩:৩৬ মিঃ

ভালোবাসা আছে বলেই
=======
মোঃ আব্দুল্লাহ আল মামুন
=============


ভালোবাসা মিশে আছে সমুদ্র সঙ্গমে।
ভালোবাসা আমাদের অন্তর ছুঁয়ে,।
পৃথিবীর সব রঙ ভুলে গেছে।


ভালোবাসা জানেনা কোন নিয়ম।
সময়ের ঘড়ি দেখে না সে,
ভালোবাসা জেগে থাকে বুকের বাম পাঁজরে।


ভাবনার অন্তরালে জেগে থাকে ভালোবাসা।
ভালোবাসা ভুলে গেছে সব ঘৃণা।


ভালোবাসা আছে বলেই,
রোজ এভাবেই কেটে যায় সন্ধ্যা।
আর রাত্রি নামে সুখের ছোঁয়া দিতে।


ভালোবাসা আছে বলেই।
এখনো সূর্যাস্ত দেখি দুজনে।
হাতে হাত রেখে,
হেটে যাই এই সমুদ্র সৈকতে।


ভালোবাসা আছে বলেই।
এই সন্ধ্যা এতো মধুর।
আমাদের স্পর্শে তাই স্বর্গের স্পর্শ জাগে।



ভালোবাসা আছে বলেই।
আজো কবি জাগে,
কবিতা লিখে মনের আবেগে।

আমিও পাঠক হয়েছি।
কবিতার প্রেমে দেওয়ানা হয়েছি।
কবির প্রেম অন্তরে জেগে আছে মোর।
কবিতা তাই অন্তরে জাগিয়েছে আশা।
কবিতা শিখিয়েছে ভালোবাসা।


ভালোবাসা আছে বলেই।
আজো তুমি মানুষের বুকে প্রেম খুঁজে নাও।
খুঁজে নাও নিজেকে,