ঐতিহাসিক দ্বান্ধিকতা ।
- ইকবাল হোসেন বাল্মীকি - ঝং ধরা ডায়েরীতে মিথ্যা গোলাপ। (অপ্রকাশিত কাব্য।)
ভুবন ডাঙ্গায় আমার ঘর
জলের নাঙ্গায় আমি উত্তাল
ধর্মের দাঙ্গায় কোন মূর্খ পুড়ে
ময়ুর পাঙ্কায় আমার উড়াল
আর কোনো রাষ্ট্রের ত্রিসীমায় যায় না মনমিতা
সিমান্ত আমার কাছে একমাত্র অশ্লীল আধুনিকতা ।
কবে কোন নিদানের দিনে
কেবে কোন বিধানের ঋণে
কবে কোন সংবিধানে জীনে
কবে কোন অভিধানের আলপিনে
আটকে গেছে আমার জ্ঞান ফল,প্রগতির চাকা
এর পর মানুষ আমি আমার এ মনটাই বাঁকা।
(১৫/২/১৯৯৮ ঢাকা। ঝং ধরা ডায়েরীতে মিথ্যা গোলাপ।
অপ্রকাশিত কাব্য।)
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।