বিদ্রোহী
- ইকবাল হোসেন বাল্মীকি - ঝং ধরা ডায়েরীতে মিথ্যা গোলাপ। (অপ্রকাশিত কাব্য।)
অ্যাই কই যাও ?
- যাচ্ছি গোল্লায়। পাড়া মহল্লায় যে নাম খোঁড়ালাম
ঝি চাকরানিও আর পাত্তা দিবে না। তাই গেলাম
অ্যাই কই যাও
মাথা খাও, চাও ফিরে।
- চাওয়া চাওয়ির কি আর রাখলে যে বাকি
যাই নিরুদ্দেশে ধরতে গেলাম অধরার পাখি।
অ্যাই কথা নাও
কবিতার খাতা চাইলে বানাও।
- অহ! তোমার শরীর আগুনের ক্ষীর
ফিরেয়ে দাওনি মোর প্লাটিনাম তীর?
না না অতিব শীতল
ঠাণ্ডা যেন বরফের জল
- মাই গড, এসো দেখি শুয়েপড়ো চোখ খোলে চাও
এ সমুদ্রে বাইবো রাতে মন খোলে কবিতার নাও
১৫/২/১৯৯৮ ঢাকা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।