প্রান রসায়নে আমার প্রথম পর্ব।
- ইকবাল হোসেন বাল্মীকি - অদ্য পুরাণ (অপ্রকাশিত কাব্য)
০১।
উল্কার মতো
ছুটে যাচ্ছে লক্ষ জীবাণু
একটি মাত্র দেয়াল ছিদ্র করার জন্য।
এ দেয়াল চেপ্টা নয়
গোলাকার কলসির মতো
আকারে মাইক্রো অনুজীব
যার পেটের রক্তে আমার জবীন।
০২।
ছুটে চলা জীবানুরা
জড়িয়ে ধরেছে কলসির গলা।
প্রানভিক্ষার কি যে হাহাকার।
শুধু সে দিন কলসি ফোঁড়ে
একজন প্রবেশ করে কায়ক্লেশে
আমি বের হয়ে আসি। আমার জন্ম শুরু।
আমি জন্ম ভিখারি। কিসের বড়াই।
০৩।
ভ্রুনাবস্থার প্রথম দিনে
আমার জল বসন্ত হয়েছিল।
সে জলে ছিল মোর যৌবনের এন্টিবায়োটিক।
তাই আজ ভরা জোয়ানিতে
আরেক মাদীর কলসিতে আমার পুনজন্মের আহবান।
০৪।
তারপর সপ্তা খানিক পরে
ইদুরের লেজ আমাকে ভেংচায়
আমার চারপাশে রক্ত সমুদ্র। আমি একা।
আমার পাশে সেই নারী যে আমার কাছে পরাজিত।
আমার হাত তা’কে অভয় দিলে
সে ভমি করে বসে। লোকে মুখটিপে হাসে।
(বাল্মিকী/ অদ্য পুরাণ ১৫/০৭/২০১৪ লন্ডন)
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।