মুক্তির প্রতি।
- ইকবাল হোসেন বাল্মীকি - ঝং ধরা ডায়েরীতে মিথ্যা গোলাপ। (অপ্রকাশিত কাব্য।)

এক কথায় মুক্তিকে পঠাতে হবে-

ওর নাক চুল চিবুক আমার হাহাকার
ওর অরু কটী জংগা আমার তপ্ত বিকার
ওর বাহু বক্ষ গৃবা আমার নিদ্রাতুর চীৎকার
ওর ওড়না শাড়ী চায়া আমার মৌরসি অহংকার

এক কথায় ওকে পেতেই হবে-
প্রয়োজনে মুক্তিদের গাছে্র নিম খাবো
প্রয়োজনে মুক্তিদের ফ্লাটে চামচিকা তাড়াবো
প্রয়োজনে মুক্তিদের মাঠে বিকেলে রোদ নিয়ে যাবো
প্রয়োজনে মুক্তিদের খাট নৌকা বানিয়ে আকাশে চরাবো।

এক কথায় আমি ওর গন্ধ পেয়েছি-
তাই আগর জাফরান অতিব তুচ্ছ মানি
তাই সাগর সাঁতারান অতিব সহজ বলে জানি
তাই ভাদর শিরস্রান মস্তকে নিবো হোক যতো গ্লানী
তাই চাঁদর আসমান জমিনে মেসাবো হোক রাহাজানি।

এক কথায় আমি ওর চোখে অন্ধ হেয়েছি-

ঐ চোখ ছাড়া আর কাউকে দিখিনা
ঐ চোখ ছাড়া আর কোথাও আপোষ করিনা
ঐ চোখ ছাড়া আর কোথাও মৃত্যু আলিঙ্গন করিনা
ঐ চোখ ছাড়া আর কোথাও পুনঃজন্মের স্বপ্ন বুনিনা

এক কথায় মুক্তকি বুঝতেই হবে-

আমি তার আলো-অন্ধকার সব হবো
আমি তার ডালো-ফুল হবো পাখি হবো
আমি তার কালো-কেশে আকাশের দেশ হবো
আমি তার ভালো-মন্দের দন্ধে সিনথেসিস হবো


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।