না বিরহ না বিলাস
- ইকবাল হোসেন বাল্মীকি - অদ্য পুরাণ (অপ্রকাশিত কাব্য)

বান্ধবী বুক টান করে দাড়িয়েছি গুলি করো-
গুলী যেন সোজা এসে বিধে, বাম পাশে মরুক হৃদয়ের ক্ষিধে।
গুলী যেন লাগে হলুদ ঘায়ে, ফিনকারী দেয় প্রেম মাথা থেকে পায়ে।
গুলী যেন গুলি নায় ব্লাস্টিক ফায়ার, চুল শুদ্ধা জ্বলোক শরীর আমার।
বান্ধবী নাভি থেকে শাপ ভের হচ্ছে তারে গুলী করো, গুলী করো।

বান্ধবী লৌহ শলাকা চিনো? যদি চিনে থাকো তবে আনো
তপ্ত আংগারে ভাঁপ দিয়ে রাখো চোখের অক্ষিগোলকে
এই দুনিয়ার ধান্ধা ভুলোক সে, খোলোক খেমটা পরুষ বদন
ঠিক তার মতন, জ্বিহবা রাখুক তার চুল থেকে নুখে।
অন্ধহোক পৃথিবীর লাজ শরম, আমাদের শৈয্যায়, ল্বজ্জায়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।