আমলা বনাম ভিক্ষুক
- ইকবাল হোসেন বাল্মীকি - ঝং ধরা ডায়েরীতে মিথ্যা গোলাপ। (অপ্রকাশিত কাব্য।)

কিরে তোর কি হয়েছে?

- কি হবে আবার
মন ভালো নেই।

মন খারাপের মদ খাস কেনো?

- মাতালের ভাষাজ্ঞান নেই বুঝি
মদ খাই না গিলি, মাতাল মানে মায়ের তাল।
বুঝলেন গো পণ্ডিত।

তুই হালা আসলে মাতাল?

- আমারা মাতাল বলেই নকল করিনা
কাপড় পরিনা লজ্বা ঢাকার লাগী
লজ্বায় ঢাকে মুখ, দেখলে তোদের মাগি।
মাটির পুটলি এত্তটা দেমাগী।

কি করছে আমার বউ তোরে?

- তুই শালা যা এক্কান চিজ
বউটা দেড়গুন তেড়া
তুইতো পাহারা দিশ খালি
অ-ই ভাঙ্গে ভেড়া।

বুঝিয়ে বলনারে বাবা?

- এইতো লাইনে এলে
ডাক বাবা ডাক, কাকা ডাক
দোলাভাইও ডাকতে পারিস


এই যে ভাঙলে পাব্লিকের মাথা
তোর তো অম্বলের ব্যাথা,খায় কেডা?
মাউগা।এতোটা কামাই।
আপন গৃহে ঘর জামাই।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।