মেকী
- ইকবাল হোসেন বাল্মীকি - ঝং ধরা ডায়েরীতে মিথ্যা গোলাপ। (অপ্রকাশিত কাব্য।)
হয়তো আমারই ভুল তাই বুঝি রখে গেলে পথে
মহাকাব্য ফলাতে গিয়ে ধরা খাই যেনো হাতেনাতে
নিজেরটা বুঝলে শুধু বুঝলেনা ভাস্করের ভুল হয়
মূর্তি বানাতে গিয়ে লক্ষ করেনা সে ধাতব হৃদয়।
প্রেমেও যে পুঁজির খেলা ধনপতি খেলে আকচার
সেও যদি হৃদয় কিনে প্রেমিকেরা কি কিনিবে আর
বাজাতে পারিনি তাই পটে আঁকা প্রেয়সীর খোল
পাটরানী করতে গিয়ে পটভূমিকায় ছিল ভুল।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।