সবক
- ইকবাল হোসেন বাল্মীকি - ঝং ধরা ডায়েরীতে মিথ্যা গোলাপ। (অপ্রকাশিত কাব্য।)
বেত মারো হাতে মুখে বুকে বেত মারো হে শিক্ষিকা
ঐ নাম মুছবে কিশে, নাম খানি মোর নাম দিয়ে লিখা।।
আসবো না ক্লসে, ফাঁকি দেবো, যাবো ফিরে কাশবনে
ঐ খানে রান্নাবাসী খেলা,খেলব আমি আর আমার গোপনে।।
রাখনা বাড়ির কাজ, হাতে লেখা, পরিক্ষার তিতা ফল
ঐ তো বসছে উত্তরার বনে,হাজিরা দিচ্ছে মোর রুলকল।।
বিশ্বাস না হয়! মারো বেত, জোরে হাকো মোর নাম
ঐ মুখে কাঁপে, কাঁপে কান্না কেঁপে উঠে তার দুনিয়া তামাম।।
কতো বেত মারবে তুমি, নত হও, হে প্রিয় অংকের শিক্ষিকা
ঐ মেয়ের কাছে পাঠ নাও,বাকি আছে তোমার আরো কিছু শিখা।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।