ডুবুরী।
- ইকবাল হোসেন বাল্মীকি - ঝং ধরা ডায়েরীতে মিথ্যা গোলাপ। (অপ্রকাশিত কাব্য।)
কতোটুকু চিনেছ আমায় আমিও তাই কতোটুকু চিনি
গন্ঠা থেকে গৃবা, প্রতি নুন কুপ কিছুই বাদতো রখিনি।
তুমিও খেয়ছ শিরদাড়, এ মাঝি মাল্লার উর্বর দিন
তোমার ডিঙ্গির কাছে উড়ন্ত পাল ছিল একান্ত বিলীন।
ডাকতে সুরেস্বর বলে, ডাকাতের নায়ে জ্বেলে দিতে বাতি
দিবাস্বপ্নের মতো স্বেচ্ছা বিনাস, দিনের দুপুরে ডাকাতি।
এখনো খট করে উঠে যদি দরোজার কড়া বাত্তি নিভাই
রূপের ঝর্নায় চোখ জ্বলে যেতো অন্ধকারেই নাও বাই।
সেই সে আগুনের দিন মনে হলে, বৈশাখেরা আনে ঝড়
মেঘ মন্দ্রে জেগে উঠে মন, খামছে ধরি বিছানা চাঁদর।
বরফ শুকিয়ে নিতো হিমালয় মোদের আগুনের কাছে
সত্য কথন সখি,নেশার গল্প নয় ব’লি ‘গাছে আর মাছে’।
আমাকে জেনেছ তাই আমার চেয়ে বহুদুর বেশি বোঝি
সমুদ্র থেকে পাওয়া রক্তকে পানি করে তোমাকেই খুঁজি।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।