তৃপ্তি ও কষ্টের কশাঘাত
- ইকবাল হোসেন বাল্মীকি - ঝং ধরা ডায়েরীতে মিথ্যা গোলাপ। (অপ্রকাশিত কাব্য।)
আমার প্রপিতা ছিলেন ভুবনের পাহাড়ে আদম ব্যাপারী
আমার পিতাও ছিলেন ভৈরবে জল ঘাটে জলের আড়তি
আমি যদি চন্দ্রবনিক হয়ে মঙ্গলে গন্ধ বনিক পাঠাই
আমার কি দুষ হবে,যদি আমি কি স্বর্গের চৌকাঠ মাড়াই?
আমার প্রপিতা হাতী গড়ের কাছি দিয়ে ফাঁস নিয়েছিলেন
তার পর থেকে আমি ইশ্বর কে বাটি চালান দিয়েছি মনে
তাকে ধরে এনে রেখেছি ভাবসাগরের এক বেশ্যার বাড়ি।
তিনি আরামে আছেন কলির মহা মানব পয়দার তালে।
আমার পিতার জলে ডুবে মৃত্যুকে আমি হত্যাকাণ্ড বলেছি
তার পর থেকে স্বাভাবিক মৃত্য হত্যাকাণ্ডের দণ্ডে দণ্ডিত
তবে দণ্ড দাতা আমি স্বয়ং এর জন্য ভগবান দায়ী নন
তার জাতের কসম, তিনি দুধে ধৌত ধুতারর ফুল বিষ
আমি চন্দ্রযাত্রার খেয়ায় চপ্পল জোড়া হারিয়ে পেরেশান
তার পর থেকে যন্ত্রদানবের জানালায় উকি বে-আইনি
তদাপি আকাশে আমার চপ্পল হারা জীবন কি আয়েসের
তার জন্য আমি কবরের চুলায় আতপ স্বপ্ন রাঁধতে পারি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।