চাপা কান্না
- মো: শফিকুল ইসলাম মোল্লা ( সজীব)
পাথর বেধেছি আজ হৃদয় মাঝে
একাই কেদেছি অনেক আমি,
কষ্টহীনতা আমার কি সাজে?
কষ্ট এখন অনেক দামী ৷
ভাবি,
কাদবোনা আর অবেলায়,
তবুও,
মনটা যে চায় !
সব অনুভূতিকে দিয়েছি ছুটি,
চাওয়া-পাওয়া যত পরিপাটি -
শেঁকল দিয়েছি পায়,
আর,
সে যেন না চায়,
মুক্ত বিহঙ্গ হতে
ভালোবাসার তরীতে ভাসতে ৷
দূরে আছে,
আছেতো ভালোই,
থাকবোনা ভাবনায় মিছে,
চলেতো যাব আজ অথবা কালই ৷৷৷৷৷
#৩১-০৮-২০০৯ইং
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।