নাস্তিক কবির বিরুদ্ধে কাব্য
- মন্ডল মোঃসুমন আহমেদ জয় - প্রতিবাদ

০২/১১/২০১৭
বিকাল ০৫:০৩

কবি হও নাস্তিক হইওনা
নিজেকে বিকৃত করোনা,
এই লজিক কোথায় পেয়েছো?
তোমাকে হিন্দু বলেছে বলে
ধর্মকে নিকৃষ্ট বলো!
ধর্ম কি তোমায় আখ্যা দিয়েছে?
কবি হও ধর্ম বিরোধি হইওনা।
প্রতিবাদ করেছি বলে
আমায় মানব ধর্ম বোঝাও?
আমি কি মানব ধর্ম বুঝিনা?
যারা তোমায় হিন্দু বলে আখ্যা দিয়েছে
তাদের বোঝাও।
তুমি কোন ধর্মের অনুশারী?
ধর্মকে নিকৃষ্ট বলো!
সবার ধর্ম সবার কাছে উৎকৃষ্ট,
তবে কোন ধর্মকে কটাক্ষ করে চলো?
কোনো ধর্ম তো এ কথা বলেনা-
তুমি কেনো বলো?
হুমায়ুন আজাদের ভাতিজা
আর তসলিমা নাসরিনের
ভাই বলেছি বলে মানব ধর্মে চলে যাও!
কি অদ্ভুদ তোমার কাব্য ভাষ্য"
মানব ধর্ম মানব বক্ষে চাষ করতে চাও?
সেটা আবার কোন ধর্ম?
নাকি "দ্বীন-এ ইলাহী ধর্ম"
ঠিক মনে পরছে না
কোন বাদশাহ যেনো প্রচার করেছিলো,
তেমনই কি করতে চাও?
কবি হও নাস্তিক হইওনা।
তোমার কবিতার কি মুল্য?
যে ধর্ম বিশ্বাস করেনা!
ধর্ম কি সংঘাত করতে বলে?
তোমার কাব্য এটাই গেলো বলে।
তুমি কিসের কবি?
তোমার মুখোশের আড়ালে
নাস্তিকতার ছবি,
আবার এও বলেছো
বোরকা নাকি কালো মেয়েরা পড়ে!
কি অদ্ভুদ তোমার কাব্য ভাষ্য
কবি হও লুচ্চা হইওনা।
তোমার মা বোনেরা বোরকা
পড়েনা বলে
সব মেয়েরা তোমার মা বোনের মত হবে?
তবে তোমার মা বোন কে
সবার সম্মুখে উন্মুক্ত করে দাও,
তুমি কেমন কবি?
পর নারির মুখ দর্শন করতে চাও?
কবি হও লুচ্চা হইওনা।
সময় চলে যায়নি
নিজের মনকে বদলাও,
ধর্ম আর নারী নিয়ে উচ্চবাচ্য করোনা-
যদি প্রকৃত মানব হতে চাও"
কবি হও নাস্তিক হইওনা
কবি হও ধর্ম বিরোধি হইওনা।

বিঃদ্রঃ এই কবিতা এই ব্লগের প্রখ্যাত কবি ফাইয়াজ ইসলাম ফাহিম এর ফেসবুক ওয়ালে দেওয়া ষ্ট্যাটাস এর উপর ভিত্তি করে লেখা,,,,আমি আন্তরিক ভাবে দুঃখিত ফাহিম তোমার তরে আমি কবি নই তবে প্রতিবাদ করার ক্ষমতা সম্পন্য মানুষ তাই তোমার লেখার প্রতিবাদ করলাম


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।