কবিয়াল
- মন্ডল মোঃসুমন আহমেদ জয় - জীবন কথা
১০/০৯/২০১৯
০৮ঃ১৩ রাত্রী
মেঘ ভেসে গেলো অজান্তে
বৃষ্টি ঝরে গেলো অঝরে,
গোধূলী বয়ে গেলো কতকাল-
আসেনি কবিতা,হারিয়েছে কবিয়াল।
মমতা মাখা কত আদর মায়ের
বাবার স্নেহ মায়া কমে কি কখনো?
এ যে জীবন ধারা,এটাই মহাকাল-
তবু কোথায় যেনো হারালো কবিয়াল।
ঘাসে ঘাসে রঙিন ফুলের মেলা
বর্ষা প্লাবনে জলে ভাসে কত সাম্পান,
হৃদয় স্পর্শ করা ভুবন বিশাল-
ছন্দ হারিয়েছে কবিয়াল।
বেদন রোদনে বিলাপ কান্না
উৎসব আনন্দে সুখের ধারা,
কত কবি হয়ে যায় মাতাল-
আজ কোথায় হারালো কবিয়াল?
হিজল তলা খেলার আসর
পান চিবুনি বুড়ি কাতর,
আম জাম আর লিচু কাঠাল-
ভুলেই গেছে সে কবিয়াল।
সব কিছুই তো ঠিকই আছে
কি যেনো একটা হারিয়ে গেছে,
খুজে হই বেশামাল-
আসলে যে হারিয়ে গেছে কবিয়াল।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।