অপেক্ষা
- মন্ডল মোঃসুমন আহমেদ জয় - বিরহ কাব্য
17/04/2016
04:28 AM
আশা ফুরিয়ে যায়
জীবনের অন্বেশনে আজ সব তুচ্ছ,
শ্রাবন সন্ধায় তোমারে দেখবার কথা ভেবে চলেছি অবিরাম_
তোমার খোপায় গুজে দিব বলে গাধাঁ ফুল সাজিয়ে রেখেছি এক গুচ্ছ।
"শুকিয়ে গেছে"তবু মনে হয় এখনি রাখলাম
প্রানহীন ফুলগুলো নির্লজ্জের মত তোমার অপেক্ষা করে।
তুমি আসবে তো?
একটা সময় ছিলো মনে পরার মত
যখন কথা হতো,গান হতো,রাত জাগা নীশী ভোর করে নির্ঘুম প্রসন্য অপেক্ষা হতো_
আজ সেই অপেক্ষা হয়তো আগের মত নয়
বিবিশিখাময় যন্ত্রনা নিয়ে জেগে থাকাই হয়,
কথা হয়না,গান গুলো বিলিন হয়ে গেছে অবহেলার অন্তরালে_
অন্যরকম এক পৈশাচিক আত্নচিৎকার
চিৎকার করেই চলেছি অনরবরত যা কেউ শোনেনা।
মাঝে মাঝে শ্রাবন সন্ধায় বর্ষন কালে তোমার কথা খুব মনে পরে,
তখন আর ঘরে থাকতে পারিনা_
ছুটে চলে মন বিবর্ন সেই লোকারন্য গলিতে
যেখানে তোমার অপেক্ষা করতাম।
জং ধরা সেই ভাঙা বাইসাইকেল আর ফুটো হয়ে যাওয়া ছাতা নিয়ে বের হয়ে পরি,
অপেক্ষার প্রহর শেষ হয়ে যায়__
তুমি এলেনা!!!
আধভেজা হয়ে ঘরে ফেরা,
কি করব বলো?
তুমি তো বলেছিলে কোনো এক বর্ষন মুখোর সন্ধায় ফিরে আসবে,,,,,,
তাই এই অপেক্ষা~
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।