কবি ও নারী
- মন্ডল মোঃসুমন আহমেদ জয় - উচিত বাক্য

রাত্রি ০১ঃ১৫
১৬/০৭/২০১৮

রনবীর কাজী
রবি ছিলেন পাজি,
৭৯ বছর বয়সে
কবি গুরু ভাসে কাম রসে"
রচিলেন কাব্য খানা
"আমারো পরানো যাহা চায়"
সে ছিলো বড় অসহায়
তাই বলিলেন
"সুখো যদি নাহি পাও
সুখেরো সন্ধানে যাও"
কাজি ছিলেন ভবঘুরে
সুখ খুজিলেন দ্বারে দ্বারে
কাম বাসনায় মত্ত হয়ে
হাক ছারিলেন জোরে সোরে-
"খোলো খোলো দ্বার
রাখিওনা আর
বাহিররে আমায় দাড়ায়ে"
হায় কবি তত্ব
কবিতা নয়
থাকিতে নারীতে মত্ত।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।